ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পুলিশি নির্যাতনের শিকার রবিন্দ্র জাদেজার স্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মে ২২, ২০১৮
পুলিশি নির্যাতনের শিকার রবিন্দ্র জাদেজার স্ত্রী রবিন্দ্র জাদেজা ও স্ত্রী রিভা-ছবি: সংগৃহীত

এক পুলিশ কনস্টেবলের নির্যাতনের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিন্দ্র জাদেজার স্ত্রী রিভা। গুজরাটের জামনগর সিটিতে ছোট একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়। এরই প্রেক্ষিতে সজয় আহির নামে ঐ কনস্টেবলকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে জামনগর জেলা পুলিশ সুপারিয়েটেনডেন্ট প্রদিপ সেজুল জানান, রিভা জাদেজার গাড়ি সেই কনস্টেবলের মোটরসাইকেলে আঘাত করলে সে আক্রমণ করে।

তিনি বলেন, ‘মোটরসাইকেলে রিভা জাদেজার গাড়ি লাগার পর সেই পুলিশ তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে।

তবে আমরা তাকে সকল ধরনের সাহায্য করছি এবং সেই পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। ’

এদিকে রিভাকে নির্মমভাবে নির্যাতন করেছে পুলিশ এমনটি জানিয়ে এই ঘটনার এক প্রতক্ষ্যদর্শী বিজয়সিনহ চাভদা বলেন, ‘পুলিশ রিভার সাথে বাজে আচরণ করে ও ঘটনার সময় তার চুল টেনে ধরে। পরে আমরা এই নিষ্ঠুরতা থেকে তাকে রক্ষা করি। ’

রিভার স্বামী বর্তমানে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। তার দল চেন্নাই মঙ্গলবার (২২ মে) আসরের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ২২ মে, ২০১৯৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।