ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে অপরাজিত সাকিব!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮
ফাইনালে অপরাজিত সাকিব! হায়দ্রাবাদের হয়ে ফাইনাল খেলবেন সাকিব- ছবি: সংগৃহীত

ঢাকা: আর মাত্র একটি ম্যাচ। ২৭ মে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়েই শেষ হবে একাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর।

কোন দলের হাতে উঠবে এই শিরোপা? কে হবেন টুর্নামেন্ট সেরা বা ম্যাচ সেরা? এমন সব আলোচনার মাঝেও, আছে আরেকটি আলোচনা। ফাইনালে কি অপরাজিত থাকতে পারবেন সাকিব আল হাসান?

২০১১ সালে থেকে আইপিএলে সাকিবের পদচারণা।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে চতুর্থ আসরে রাজস্থান রয়েলসের বিপক্ষে অভিষেক তার। টানা সাত বছর খেলেছেন কলকাতার বেগুনি জার্সিতে। কলকাতার হয়ে দুবার ফাইনালে খেলে দুবারই শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করেছেন তিনি।

তবে দীর্ঘ সাত বছর পর সম্পর্ক ভেঙেছে সাকিব-কলকাতার। একাদশ আসরে শাহরুখ খানের দল নিলামের জন্য ছেড়ে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে। ২ কোটি রুপির ভিত্তি মূল্যে তাকে কিনে নিয়েছে হায়দ্রাবাদ।

অবমূল্যায়িত হলেও হায়দ্রাবাদের চাওয়ার পুরোটাই পূরণ করেছেন সাকিব। এবারের আসরেই প্রথমবারের মতো এখন পর্যন্ত সবক’টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম পর্ব আর প্লে-অফ মিলে সবকটি ম্যাচেই মাঠে ছিলেন এই বাঁহাতি স্পিনার। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ব্যাট হাতে ২১৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪ উইকেট।

হায়দ্রাবাদের হয়ে খেলার প্রথমবারেই ফাইনালে পা রেখেছেন সাকিব। ব্যাটে বলে তার অবদান কম নয়। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার বিপক্ষে ২৪ বল খেলে করেন ২৮ রান। বল হাতে তিন ওভারে ১৬ রানের বিনিময়ে নিয়েছেন কলকাতার অধিনায়কের মূল্যবান উইকেট।

আগামী ২৭ মে ফাইনালে সাকিবদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এ ম্যাচে থাকছে সাকিবের জন্য তৃতীয় শিরোপা জয়ের সুযোগ। তবে শুধু সাকিবই নয়, তার দলও এখন পর্যন্ত ফাইনালে হারেনি। একবার ফাইনাল খেলে একবারই শিরোপা ঘরে তুলেছে হায়দ্রাবাদ।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮

এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।