ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তানকে এগিয়ে রাখলেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
আফগানিস্তানকে এগিয়ে রাখলেন সাকিব আফগানিস্তানকে এগিয়ে রাখলেন সাকিব-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হারের স্বাদ নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সোমবার (২৮ মে) দুপুর ১২.৫ নাগাদ জেট এয়ারলাইন্সে দেশে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কালই আবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এই সিরিজে কোচ কোর্টনি ওয়ালশ ও সহ-অধিনায়ক নিজেদেরকে এগিয়ে রেখেছেন। কিন্তু আইপিএলের লম্বা সফর শেষে দেশে ফিরে টি-টিয়েন্টি অধিনায়ক সাকিব জানালেন, তার মতে আফগানিস্তানই এগিয়ে।

জুনের ৩,৫,৭ তারিখে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের গেল কয়েক বছরের সাফল্য ও আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের ক্রিকেটের উন্নতি দুটো বিষয়ই এই সিরিজের আলোচনার প্রধান বিষয়।

একদিকে আছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাকিব আল হাসানদের মতো বোলাররা। অন্যদিকে রশিদ খান, মোহাম্মদ নবীরা। সব মিলিয়ে একটি জমজমাট লড়াইয়ের আশা করছেন ক্রিকেট ভক্তরা। আফগানিস্তানকে এগিয়ে রাখলেন সাকিব-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমতবে আফগানিস্তানকে কিছুটা এগিয়েই রাখলেন সাকিব। দেশে ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আসলে আফগানিস্তানই ফেবারিট। তবে টি-টোয়েন্টিতে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। যেকোনো দল যে কোনো দিন ভালো খেলতে পারে। তবুও ওরা (আফগানিস্তান) র‍্যাংকিংয়ের ৮ নম্বর দল আর আমরা ১০। সে হিসেবে ওরাই ফেবারিট। ’

দল সানরাইজার্স হায়দ্রাবাদ শিরোপা জিততে পারেনি। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। তবে ব্যাক্তিগত পাফরম্যান্সে বেশ উজ্জ্বল ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-২০র অধিনায়ক। নিজের খেলা ১৭ ম্যাচে সাকিব সবচেয়ে বেশি নজর কেড়েছেন বোলিংয়ে। যেখানে ৮ ইকোনোমিতে ১৪টি উইকেট তুলে নিয়েছে। আইপিএলে এবারের আসরে উইকেট শিকারে তার অবস্থান ১৩তম।

১৭ ম্যাচ খেললেও ব্যাটিংয়ে নেমেছেন ১৩ ম্যাচে। যেখানে ১২১ স্ট্রাইক রেটের কিছুটা বেশি করে তুলেছেন ২৩৯ রান। কোনো হাফসেঞ্চুরি নেই। যদিও তাকে অনেক পরের দিকে ব্যাট করতে হয়েছিল। ব্যাটিং তালিকায় তাই তার অবস্থান হয়েছে ৩২তম।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এইচএল/এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।