ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, মে ২৯, ২০১৮
ছিটকে গেলেন মোস্তাফিজ আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পায়ের আঙ্গুলে চোট পেয়ে অবশেষে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকেই গেলেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে খেলার সময় তার বাঁ পায়ের আঙ্গুলে যে ব্যথা পেয়েছেন, তা সেরে উঠতে সময় লাগবে তিন সপ্তাহ। ফলে অবধারিতভাবেই আসন্ন এই সিরিজে বল হাতে আফগান বধে মাঠে নামতে পারছেন না এই কাটার স্পেশালিস্ট।

মঙ্গলবার (২৯ মে) বাংলানিউজকে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ‘এই সিরিজে ও খেলতে পারছে না।

বল লেগে ওর বাঁ পায়ের আঙ্গুলে চিড় ধরেছে। সেরে উঠতে নুন্যতম তিন সপ্তাহ সময় লাগবে। ’

মোস্তাফিজের ছিটকে যাওয়ায় আফগান সিরিজে তার বদলি হিসেব কাকে দেরাদুন পাঠানো হচ্ছে সে বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেননি নির্বাচক মন্ডলি। তবে আজ কালের মধ্যেই তার বদলি ঘোষণা করা হবে।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলে অংশ নেওয়া মোস্তাফিজ মঙ্গলবার (২২ মে) দেশে ফিরেন। দেশে ফিরে বিশ্রামে থাকায় দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে অংশ নেননি।

২০১৬ সালে নিজের প্রথম আইপিএল শেষে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে ব্যথা পান ফিজ। ওই প্রথম তার শরীরে ইনজুরি হানা দেয়। দ্বিতীয় দফায় তাকে ইনজুরি আলিঙ্গন করে ওই বছরের শেষে নিউজিল্যান্ড সফরে। কোমরে চোট পেয়ে ছিটকে যান সিরিজ থেকে। এরপর তৃতীয় দফায় ইনজুরিতে পড়েন, গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে।

স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ১৪ অক্টোবর অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় দেশে ফেরেন। সেই চোট কাটিয়ে উঠতে না উঠতেই আবার ইনজুরিতে পড়লেন এই বাঁহাতি পেস ওয়ান্ডার।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।