ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে সাকিবরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ৩, ২০১৮
টসে জিতে ফিল্ডিংয়ে সাকিবরা টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে রোববার (৩ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় টসে জিতে প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।  সাড়ে ৮টায় শুরু হচ্ছে ম্যাচটি।



অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ দল এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের থেকে দুই ধাপ এগিয়ে আছে আফগানিস্তান।

প্রথমে মোস্তাফিজুর রহমানকে দলে রাখা হলেও আইপিএলে পাওয়া চোটে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হোসেন রাজু। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিবের মতে, মোস্তাফিজের অভাববোধ করবে দল।

অপরদিকে আফগানিস্তান দলে আছেন টি-টোয়েন্টির এক নম্বর বোলার রশিদ খান। এছাড়াও আছেন আজগর স্ট্যানিকজাই, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জরদান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, দওলাত জর্দান

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ০৩, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।