ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের টার্গেট ১৬৮  রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ৩, ২০১৮
বাংলাদেশের টার্গেট ১৬৮  রান বাংলাদেশ দল। ছবি: বাংলানিউজ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট বেঁধে দিয়েছে আফগানিস্তান। দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোর পর সাকিব আল হাসানদের সামনে এ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শাহজাদ-শেনওয়ারিরা।

ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই রানের চাকা সচল রাখে আফগানরা। ওপেনার মোহাম্মদ শাহজাদের সর্বোচ্চ ৪০, সামিউল্লাহ শেনওয়ারির ৩৬ রানে ভর করে বেশ ভালো অবস্থানে পৌঁছে যায় আফগানরা।

এছাড়া উসমান গনি ২৬ ও শফিকুল্লাহ ২৪ রান করেছেন। সাত উইকেট হারিয়ে ২০ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৬৭।

বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট তুলে নেন রুবেল হোসেন। নবম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ২৬ রানে ওপেনার ওসমান গনির উইকেট ভেঙে দেন তিনি।

১২তম ওভারে অধিনায়ক সাকিব তুলে নিয়েছেন প্রতিপক্ষের ওপেনার মোহাম্মদ শাহজাদের উইকেট। ১৩তম ওভারে বাংলাদেশের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ তুলে নেন জোড়া উইকেট।

১৮তম ওভারে আবু জায়েদ রাহি তুলে নিয়েছেন ৫ম উইকেট। ২০তম ওভারে ৬ষ্ট উইকেট নেন আবুল হাসান রাজু। একই ওভারে নিজের দ্বিতীয় উইকেট নেন রাজু।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ৩ জুন, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।