ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, জুন ৬, ২০১৮
সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড (বাঁয়ে)-ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের চাকুরি জীবন শেষে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন জেমস সাদারল্যান্ড। বুধবার (০৬ জুন) মেলবোর্নে এক ঘোষণার মাধ্যমে তিনি ইস্তফা দেন।

অজি ওয়ানডে দলের ইংল্যান্ড সফরের এক সপ্তাহ আগেই তিনি পদত্যাগ করলেন। তবে পদত্যাগ করলেও এক বছরের নোটিস দিয়ে রেখেছেন তিনি।

যেখানে নতুন কাউকে না পাওয়া পর্যন্ত তিনি কাজ করে যাবেন।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিং কেলেঙ্গারির দুই মাস পরেই নিজের পদত্যাগের ঘোষণা দিলেন সাদারল্যান্ড।

এর আগে ২০০১ সালে সিএ’র প্রধান নির্বাহীর পদে যোগ দেন সাদারল্যান্ড। সে সময় অজি দলের অধিনায়ক ছিলেন স্টিভ ওয়াহ।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ০৬ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।