ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হোয়াইটওয়াশ এড়াতে পারবেন সাকিবরা?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ৬, ২০১৮
হোয়াইটওয়াশ এড়াতে পারবেন সাকিবরা? বাংলাদেশ বনাম আফগানিস্তান- ছবিঃ সংগৃহীত

টানা দুই ম্যাচেই লজ্জাজনক পরাজয়ে একপ্রকার খাদের কিনারে পৌঁছে গেছে বাংলাদেশ। আফগানিস্তানের মতো ক্রিকেটবিশ্বের নবীন এক দলের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জাও হাতছানি দিচ্ছে সাকিব-তামিমদের। সিরিজের প্রথম দুই ম্যাচে রশিদ খানের লেগ স্পিনের ঘূর্ণির কাছে স্রেফ অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কি রশিদের স্পিন রহস্যের সমাধান খুঁজে পাবে বাংলাদেশ নাকি আবারও লজ্জার হার গলায় নিয়েই ফিরবে?

বৃহস্পতিবার (৭ জুন) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। টানা দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে এরইমধ্যে এই সংক্ষিপ্ত ফরম্যটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আফগানরা।

বিশেষ করে রশিদ খানের কাছে রীতিমত অসহায় মনে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। দুই ম্যাচেই তাকে যেন দুর্বোধ্য বোলার মনে হয়েছে যাকে মোকাবেলা করার মতো সাহসই নেই বাংলাদেশের কোন ব্যাটসম্যানের।

নতুনদের নিয়ে যে ভরসা করা হয়েছিলো তাও কাজে দেয়নি। সুযোগ পেয়েও নিজেদের প্রমাণ করতে ব্যর্থ তরুণ লিটন দাস, আবুল হাসান, আবু যায়েদের মতো তরুণরা। রুবেল হোসেন ডেথ ওভারে তার কার্যকারিতা হারিয়েছেন। তাকে সঙ্গ দেয়ার মতোও কেউ নেই।  

অন্যদিকে একের পর এক সুযোগ পেয়েও নিজেদের ফর্ম ফিরে পেতে ব্যর্থ সৌম্য সরকার ও সাব্বির রহমান। অভিজ্ঞদের মধ্যেও দেখা যাচ্ছে ফর্মহীনতা। বিশেষ করে অধিনায়ক সাকিব যেন আইপিএল থেকে ফিরে নিজেকে হারিয়ে ফেলেছেন। বল হাতে প্রথম ম্যাচে তবু এক উইকেট পেয়েছিলেন। পরের ম্যাচে তাকেই বেশি টার্গেট করেছেন আফগান ব্যাটসম্যানরা।  

ব্যাট হাতেও সাকিব খুবই বাজে অবস্থায় আছেন। দুই ম্যাচেই তাকে ব্যাট হাতে দায়িত্বজ্ঞানহীন শট খেলতে দেখা গেছে। অধিনায়ক সাকিবও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বোলিং পরিবর্তন, ব্যাটিং অর্ডার ঠিক করা কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশেষ পরিবর্তন বেশ দৃষ্টিকটু মনে হয়েছে। সব মিলিয়ে পুরো দলটিই যেন দুঃসময়ের সাগরে হাবুডুবু খাচ্ছে।

অন্যদিকে বাংলাদেশের চেয়ে সব দিক দিয়েই সেরা অবস্থানে আছে আফগানিস্তান। তাদের তিন স্পিনার রশিদ, মুজিব ও নবীর কোন জবাব বাংলাদেশের ব্যাটসম্যানদের জানা নেই যেন। ব্যাট হাতে আফগানদের তেমন বিধ্বংসী হয়ে উঠতে দেখা না গেলেও প্রয়োজনে হাত খুলে ভয়ডরহীন ব্যাটিং করতেও কার্পণ্য করেন নি নবী-শাহজাদরা। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা আফগানদের হাতে তাই দলে পরিবর্তন এনে পরীক্ষা-নীরিক্ষা করার বিলাসিতা করার সুযোগ আছে।

শেষ ম্যাচে জিততে হলে সাকিবদের নিজেদের ‘টাইগার’ পরিচয়ের কথা মনে রাখতে হবে। কোথায় হারিয়ে গেলো মাঠের সেই উদ্দাম গর্জন, জয়ের অদম্য স্পৃহা? জয়ের জণ্য যে প্যাশন, সাহস থাকা দরকার তার কোনটাই এই দলে উপস্থিত নেই। শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হবে। অন্তত এই ম্যাচে একসাথে জ্বলে উঠতে হবে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের।  

তরুণদের উপর ভরসা করে কোন লাভ হবে কি না সেটাই এক বিশাল প্রশ্ন। বাংলাদেশ দলের সাইড ব্যাঞ্চ এতোই দুর্বল যে ভবিষ্যৎ নিয়েই সংশয় দেখা দিয়েছে। এমতাবস্থায় আস্থা ফেরাতে একটা জয় খুব করেই দরকার। পারবেন তো সাকিবরা?

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, সৌম্য/মোসাদ্দেক হোসেন, আবুল হোসেন/মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ, রুবেল হোসেন, নাজমুল ইসলাম।

আফগানিস্তান দলের সম্ভাব্য একাদশঃ 
আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক),  উসমান গণি, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ শাদাক, মোহাম্মদ নবি, রশিদ খান,  সামিউল্লাহ শেনওয়ারি, করিম জানাত,  শাপুর জাদরান।

বাংলাদেশ সময়ঃ ২২০০ ঘন্টা, জুন ০৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।