ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া টেস্ট দলে ফিরলেন স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
প্রোটিয়া টেস্ট দলে ফিরলেন স্টেইন ডেল স্টেইন-ছবি: সংগৃহিত

ইনজুরির কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন অবশেষে ফিরছেন। আগামী মাসে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে রাখা হয়েছে তাকে। দলে আছেন আরেক ইনজুরি ফেরত পেসার কাগিসো রাবাদাও।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউন টেস্টে ইনজুরিতে পড়েন স্টেইন। তারপর থেকে মাঠের বাইরে তিনি।

তবে দলে ফেরার প্রস্তুতি হিসেবে সম্প্রতি কাউন্টিতে হ্যাম্পাশায়রের হয়ে ওয়ানডে কাপে অংশ নেন।

টেস্ট দলে ফিরেছেন ইনজুরি ফেরত পেসার কাগিসো রাবাদা। দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার শন ভন বার্গ। উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনও প্রথমবারের মতো টেস্ট ক্যাপ পড়ার অপেক্ষায়।

আগামী ১২ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ জুলাই। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, ডিন এলগার, হেনরিখ ক্লাসেন, কেশব মাহারাজ, এইডেন মার্করাম, লুনগি এনগিদি, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, তাবরাইজ সামসি, ডেল স্টেইন, শন ভন বার্গ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১১ জুন, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।