কিন্তু ১৮ দিনেও ফিজের ক্ষতে সন্তোষজনক উন্নতি দৃশ্যমান না হওয়ায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ জুলাই থেকে অ্যান্টিগুয়ায় অনুষ্ঠেয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাকে খেলতে দিতে চাইছে না বিসিবি'র মেডিকেল বিভাগ।
বিষয়টিকে তিনি স্পোর্টিংলিই নিয়েছেন।
মোস্তাফিজ বলেন, 'খেলতে গেলে এমন ইনজুরি হবেই। এখন আমার কপালে এমন ছিল, কি করার আছে। '
'আফসোস তো থাকারই কথা। সব ক্রিকেটারের জন্যই এটা সত্য। কি করব এখন, আমি চেষ্টা করি সবসময় ফিট থাকার। কিন্তু ইনজুরি হলে কিছু করার নেই। '-যোগ করেন ফিজ।
বুধবার(১৩ জুন) মিরপুর একাডেমি মাঠে তিনি একথা বলেন।
বলার অপেক্ষা থাকছে না ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে এই মুহূর্তে সত্যিই তার কিছু করার নেই। তবে বসে নেই তিনি। ইনজুরি জয় করে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরতে ফিজিওদের সাথে চলছে তার প্রাণপণ চেষ্টা।
তিনি আরও বলেন, 'আমার ইনজুরি হয়েছে, এখন আমি চেষ্টা করছি কিভাবে দলে থাকা যায়। আমাকে পুনর্বাসনের যেই পরিকল্পনা দেয়া হয়েছে, সেটা মেনে চলার চেষ্টা করছি। '
এই নিয়ে মোট চারবার ইনজুরিকে আলিঙ্গন করলেন মোস্তাফিজ।
প্রথমটি ছিল ২০১৬ সালে। প্রথমবারেরমতো আইপিএল খেলে মাস খানেক বাদে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে ব্যথা পান ফিজ। ওই প্রথম তার শরীরে ইনজুরি হানা দেয়। দ্বিতীয় দফায় তাকে ইনজুরি আলিঙ্গন করে ওই বছরের শেষে নিউজিল্যান্ড সফরে। কোমরে চোট পেয়ে ছিটকে যান সিরিজ থেকে।
এরপর তৃতীয় দফায় ইনজুরিতে পড়েন, গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ১৪ অক্টোবর অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় দেশে ফেরেন। সেই চোট কাটিয়ে উঠতে না উঠতেই আবার ইনজুরিতে পড়লেন এই বাঁহাতি পেস ওয়ান্ডার।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১৩ জুন ২০১৮
এইচএল/এমএমএস