ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকের ইতিহাস শুরু আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
সাদা পোশাকের ইতিহাস শুরু আফগানিস্তানের আফগানিস্তান টেস্ট ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ঢাকা: শুরু হচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাদা পোশাকের ক্রিকেট ইতিহাস। প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছে দলটি। তাও টেস্ট র‍্যাংকিংয়ের টপে থাকা ভারতের বিপক্ষে। ভারতের বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে একমাত্র টেস্টের অধিনায়ক আজিঙ্কা রাহানে।

একদিকে বিশ্ব জুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। বৃহস্পতিবার (১৪ জুন) থেকে রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।

অপরদিকে আফগানদের জীবনে আজ এক বিশেষ দিন। দ্বাদশ দেশ হিসেবে অভিষেক হলো রশিদ-নবীদের।

গত বছর জুনে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট মর্যাদা দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিছু দিন আগে পাকিস্তানের বিপক্ষে একাদশ দেশ হিসেবে টেস্ট অভিষেক হয়েছে আয়ারল্যান্ডের। এবার অভিষেক হয়ে গেলো আফগানিস্তানের।

অভিষেক টেস্ট শুরুর আগ মুহূর্তে আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই বলেন, ‘এটা খুবই গর্বের মুহূর্ত। সবার প্রথম শ্রেণির অভিজ্ঞতা আছে। আমরা ভালো করতে পারবো। সম্ভবত প্রথম ঘণ্টায় উইকেটে বল দারুণ হবে। ভালো কিছুই আশা করছি। ’

আফগানদের বিপক্ষে এ টেস্টে বিশ্রামে আছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও বিশ্রামে রয়েছেন জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা ও ভুবনেশ্বর কুমার। ভারতকে এই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে। দলে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়।

ভারত একাদশ:
শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, উমেশ যাদব, ইশান্ত শর্মা।

আফগানিস্তান একাদশ:
জাভেদ আহমাদি, মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, আসগর স্ট্যানিকজাই, আফসার সাজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, হাসমতউল্লাহ শাহিদি, ইয়ামিন আহমাদজাই, ওয়াফাদার।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।