ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাগুরায় জাতীয় দলের দুই নারী ক্রিকেটারকে অভ্যর্থনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
মাগুরায় জাতীয় দলের দুই নারী ক্রিকেটারকে অভ্যর্থনা শামীমাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে এলাকাবাসী

মাগুরা: ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ী দুই নারী ক্রিকেটার শামিমা ও ফাহিমাকে অভ্যর্থনা জানিয়েছ এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে তারা ঢাকা থেকে নিজ জেলা মাগুরায় এসে পৌঁছান।

এরপর মাগুরার কামারখালী গড়াই ব্রিজ থেকে শামীমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ব্যান্ডপার্টি বাজিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে শ্রীপুরের কমলাপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যান এলাকাবাসী।

অপরদিকে, শহরের স্টেডিয়াম পাড়ার বাড়িতে গিয়ে ফাহিমাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্টেডিয়ামপাড়ার ফজলুর রহমান ও কমলাপুর গ্রামের আরিফুর রহমান বাংলানিউজকে জানান, নিজ জেলার দুই গর্বিত সন্তানকে শুভেচ্ছা জানাতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন। তাদের অভিমত জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ব্যাপক আয়োজনে তাদের অভিনন্দন জানানো হবে।

অন্যদিকে, জেলার দুই গর্বিত ক্রিকেটার শামীমা ও ফাহিমা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আগামীতে দেশের জন্য আরও গৌরব বনে আনার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।