বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে তারা ঢাকা থেকে নিজ জেলা মাগুরায় এসে পৌঁছান।
এরপর মাগুরার কামারখালী গড়াই ব্রিজ থেকে শামীমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ব্যান্ডপার্টি বাজিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে শ্রীপুরের কমলাপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যান এলাকাবাসী।
স্টেডিয়ামপাড়ার ফজলুর রহমান ও কমলাপুর গ্রামের আরিফুর রহমান বাংলানিউজকে জানান, নিজ জেলার দুই গর্বিত সন্তানকে শুভেচ্ছা জানাতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন। তাদের অভিমত জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ব্যাপক আয়োজনে তাদের অভিনন্দন জানানো হবে।
অন্যদিকে, জেলার দুই গর্বিত ক্রিকেটার শামীমা ও ফাহিমা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আগামীতে দেশের জন্য আরও গৌরব বনে আনার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এনটি