ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদগাহ মাঠে হাস্যোজ্জ্বল মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
ঈদগাহ মাঠে হাস্যোজ্জ্বল মুশফিক ঈদগাহ মাঠে হাস্যোজ্জ্বল মুশফিকের এ ছবিটি তার টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

ঢাকা: সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। উল্লেখযোগ্য যেকোনো কিছুই ভক্তদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে শেয়ার করেন মিস্টার ডিপেন্ডেবল।

শনিবার (১৬ জুন) দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সকালে নতুন পাঞ্জাবি পড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায়ে হাজির হয়েছেন ঈদগাহে।

ব্যতিক্রম ঘটেনি বগুড়ার ছেলে মুশফিকের বেলায়ও।

ঈদের নামাজ আদায়ে যাওয়া মুশফিকের টুইটার অ্যাকাউন্টে এমন একটি ছবি পাওয়া গেছে। যাতে বেশ হ্যাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। সঙ্গে আরো অনেককে দেখা গেলেও ছবি ক্যাপশনে কিছুই লেখেননি মুশফিক।

অল্প সময়ে ছবিটির লাইক শতাধিক হয়েছে, পড়েছে কমেন্টও।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।