ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ জয়ে মাগুরায় শামিমা-ফাহিমাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এশিয়া কাপ জয়ে মাগুরায় শামিমা-ফাহিমাকে সংবর্ধনা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে দুই নারী ক্রিকেটার শামিমা ও ফাহিমাকে

মাগুরায়: ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই নারী ক্রিকেটার মাগুরার সন্তান শামিমা ও ফাহিমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রোববার (১৭ জুন) বিকেলে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সাচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের উদ্যোগে স্থানীয় ক্রীড়া সংগঠকরা এ সংবর্ধনার আয়োজন করেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে ফাহিমা ও শামিমার হাতে ফুলের তোড়া ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যাপক কামরুজ্জামান চাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা কুটিলসহ মাগুরার ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।