ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে ৪৮১ রানের বিশ্ব রেকর্ড গড়লো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
ওয়ানডেতে ৪৮১ রানের বিশ্ব রেকর্ড গড়লো ইংল্যান্ড ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৮১ রানের বিশ্ব রেকর্ড গড়লো ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলসের ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে এই পাহাড়সম রান করে ইংলিশরা। মজার ব্যাপার ৪৪৪ রান করে আগের বিশ্ব রেকর্ডটিও ছিল এই ইয়ন মরগানদের।

২০১৬ সালের ৩০ আগস্ট নটিংহ্যামশায়ারের এই ট্রেন্ট ব্রিজেই পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৪৪৪ করেছিল থ্রি-লায়ন্সরা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার জেসন রয় ও বেয়ারস্টো।

উদ্বোধনী জুটিতে তারা ১৯.৩ ওভারে ১৫৯ রান যোগ করেন তারা। তবে রয় ৬১ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৮২ করে রান আউটের শিকার হন।

রয় আউট হলেও তিনে নামা হেলসের সঙ্গে আরও ১৫১ রানের জুটি গড়েন বেয়ারস্টো। পরে তিনি ৯২ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় ১৩৯ রানে অ্যাস্টন অ্যাগারের উইকেটের শিকার হন। সমান ৯২ বল খেলা হেলস ১৬টি চার ও ৫টি ছক্কায় ১৪৭ করেন।

পরের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক মরগান ৩০ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় দ্রুত ৬৭ রান তুলে দলের স্কোর রেকর্ডের দিকে নিয়ে যান।

অজিদের নিয়মিত বোলারদের মধ্যে প্রায় সবাই ১০-এর ওপর রান দিয়েছেন। তবে ১০ ওভারে ৯২ রান দিয়ে সবচেয়ে সফল ছিলেন জাই রিচার্ডসন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ১৯ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।