ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সালমারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ২০, ২০১৮
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সালমারা .

ঢাকা: টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জয়ী জাতীয় নারী ক্রিকেট দলকে দুই কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে। 

বুধবার (২০ জুন) সন্ধ্যায় গণভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগ্রেসদের হাতে এ পুরস্কার তুলে দেন।

চ্যাম্পিয়ন দলকে সর্বমোট ২ কোটি টাকার পুরস্কার দেওয়া হয়।

এ সময় প্রতি নারী খেলোয়াড়কে দেওয়া হয় ১১ লাখ টাকা এবং বিশেষ নৈপুণ্যের জন্য দেওয়া ২৭ লাখ টাকা।

পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখবে হবে। নারী ক্রিকেটারদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি ক্রিকেটসহ নারীদের খেলাধুলা শুরুর সময়কার প্রতিকূল পরিবেশের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট খেলায় মেয়েদের পাওয়া কঠিন ছিলে, খেলোয়াড় পাওয়া যেতো না, রক্ষণশীল সমাজ, নানা দিকে থেকে বাধা ছিল, মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে। তারা জয় ছিনিয়ে আনছেন। গণভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নারী ক্রিকেটাররা। তিনি বলেন, এ জয় অন্য মেয়েদের ক্রিকেট খেলায় আগ্রহী করে তুলবে।  

মেয়েদের খেলাধুলায় এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের নানান উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জেলা ভিত্তিক মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে জানান প্রধানমন্ত্রী।

বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফুটবলে ওলোট-পালট ফল হচ্ছে।

তিনি বলেন, সব সময় পরাজয়ে হতাশা নয় বরং নতুন করে জয়ের প্রতিজ্ঞা নিতে হবে।

খেলাধুলা ছাড়াও অন্যান্য সেক্টরে নারীদের সফলতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে, রোববার (১০ জুন) কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জেতেন সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। নারী এশিয়া কাপের বিগত ছয় আসরে ভারত চ্যাম্পিয়ন হলেও সেই তাদের নাস্তানাবুদ করেন বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ৭ উইকেটে হারানোর পর ফাইনালেও হারায় ৩ উইকেটে।

এ জয়ের মাধ্যমে ইতিহাস গড়লো টাইগ্রেসরা। কেননা এর আগে দ্বি-পাক্ষিক সিরিজ জিতলেও এই প্রথম কোনো টুর্নামেন্টের ট্রফি জিতলো মেয়েরা।  

দেশবাসীর ঈদ উপহার এশিয়া কাপ
এশিয়া কাপ জেতায় টাইগ্রেসদের ২ কোটি টাকা বোনাস

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এমইউএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।