ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল শুরু ২৯ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
রাজশাহীতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল শুরু ২৯ জুন প্রতীকী, ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহীতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল শুরু হচ্ছে আগামী ২৯ জুন (শুক্রবার)।

রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি দল গঠন করা হবে ওপেন ট্রায়ালের মাধ্যমে।

আগামী ২৬ ও ২৭ জুন সকাল ৮ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং ২৯ জুন প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হবে ও পুরস্কার বিতরণ করা হবে।

রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট সমিতির সম্পাদক ইনতেখাব আলম বাবর বাংলানিউজকে জানান, যাদের বয়স ১২ বছরের মধ্যে কেবলমাত্র তারাই এ ট্রায়ালে অংশ নিতে পারবে। ছেলে ও মেয়ে উভয়ই এ ট্রায়ালে আসতে পারবে, চূড়ান্তভাবে গঠিত প্রতিটি দলে ২ জন করে মেয়ে শিশু ক্রিকেটারকে দলভুক্ত করা হবে। আগ্রহী সব খেলোয়াড়কে জন্মনিবন্ধন সনদপত্র সঙ্গে আনতে হবে।

এ উন্মুক্ত ট্রায়ালে রাজশাহী জেলার সব স্কুল ও ক্রিকেট একাডেমির শিশু ছেলে ও মেয়েরা অংশ নিতে পারবে। বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।