ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেকের পর সাব্বিরের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
মোসাদ্দেকের পর সাব্বিরের সেঞ্চুরি সাব্বির রহমান। ছবি: শোয়েব মিথুন

ঢাকা:  বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সেঞ্চুরির দেখা পেলেন সাব্বির রহমান। এর আগে দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকেও এসেছে সেঞ্চুরি। দীর্ঘদিন পর ব্যাটে রান এসেছে সাব্বিরের। 

শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন এ দুই বাংলাদেশি ব্যাটসম্যান। ১৯২ বলে নিজের ৭ম সেঞ্চুরি পান মারকুটে ব্যাটসম্যান সাব্বির।

তার এই সেঞ্চুরিতে ছিল ৮টি চার ও একটি ছয়ের মার। তার আগে একই দিনে সেঞ্চুরি করা মোসাদ্দেক ১৩৫ রান করে আউট হয়ে ফিরেছেনে। এই রান করতে তিনি বল খরচ করেছেন ২৪৩টি। ।

তিনটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ‘এ’ দল। ২৬ জুন থেকে বাংলাদেশ 'এ' ও শ্রীলঙ্কা 'এ' দলের প্রথম চারদিনের ম্যাচটি মাঠে গড়িয়েছে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ানে চলছে ম্যাচটি।  টসে জিতে ব্যাটিং নিয়ে ৮ উইকেট হারিয়ে ৪৪৯ রানে ইনিংস ডিকলার করে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

দ্বিতীয় দিন (২৭ জুন) খেলতে নেমে মাত্র ১৭ ওভার খেলার সুযোগ পায় বাংলাদেশ। শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন ওপেনার সৌম্য সরকার। তবে মাত্র ১৭ বল খেলেই আউট হয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।  ৪ চারের মারে মাত্র ২১ রান করে ফেরেন সাজঘরে।

অপর ওপেনার শাদমান ইসলামের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। দিন শেষে অধিনায়ক মোসাদ্দেক ৮ ও অভিজ্ঞ তুষার ইমরান ১২ রান করে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন খেলতে নেমে বাংলাদেশ হারায় তুষার ইমরানের উইকেট। ৬৩ বলে ২৫ রান করে সানদাকানের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। এরপর 'এ' দলের অধিনায়কের সঙ্গে যোগ দেন সাব্বির রহমান। মোসাদ্দেককে বেশ ভালোই সঙ্গ দিচ্ছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।

চা পানের বিরতির পর ১৩৫ রানে ফেরেন মোসাদ্দেক। প্রবথ জয়সুরিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। সাব্বিরের সঙ্গে ৭ রান নিয়ে ব্যাট করছেন জাকির হাসান।  

এর আগে লাহিরু থিরিমান্নের বড় সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৪৪৯ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা ‘এ’ দল। ১৬৮ রান করেন থিরিমান্নে। এছাড়া চারিথ আসালাঙ্কা ৯০ ও শাম্মু আশান করেন ৭০ রান। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে খালেদ আহমেদ ৪টি ও আবু হায়দার রনি নেন ২টি উইকেট।

বাংলাদেশ চার উইকেট হারিয়ে ২৯৫ রানে ব্যাটিং করছে। এখনো শ্রীলঙ্কা 'এ' দলের থেকে ১৫৪ রান পিছিয়ে আছে বাংলাদেশ। বাকী আছে আর একদিনের খেলা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, ২৮ জুন, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।