ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড ‘এ’ দলের প্রথম দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
বৃষ্টিতে পণ্ড ‘এ’ দলের প্রথম দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: চট্টগ্রামে আষাঢ়ের ভারী বর্ষণে পণ্ড হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিন।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল থেকে ভারি বর্ষণের কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসও অনুষ্ঠিত হয়নি।

চা বিরতি পর্যন্ত অপেক্ষার পর অবশেষে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

একই ভেন্যুতে গেল ২৬-২৯ জুন দু’দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।