ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরি থেকে ফিরে উইকেট পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
ইনজুরি থেকে ফিরে উইকেট পেলেন মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সর্বশেষ আইপিএলের পর বাঁপায়ের বৃদ্ধাঙ্গুলে ইনজুরির কারণে আর মাঠে নামা হয়নি মোস্তাফিজুর রহমানের। ফলে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করতে হয় তার। এবার দীর্ঘ দিন পরে মাঠে নেমেই পেলেন উইকেটের দেখা।

সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে মূল দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-২০তে খেলতে নিজেকে ফিট প্রমাণ করতেই এই ম্যাচে নেমে পড়েছেন কাটার মাস্টার।

চার দিনের এ ম্যাচে টসে জেতা বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে লঙ্কানরা। দারুণ বল করা মোস্তাফিজ টপঅর্ডার ব্যাটসম্যান আশান প্রিয়াঞ্জনকে শূন্য রানে ফেরান সাইফ হাসানের ক্যাচে পরিণত করে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।