ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জ্যামাইকা টেস্টেই নতুন ফিল্ডিং পরামর্শক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
জ্যামাইকা টেস্টেই নতুন ফিল্ডিং পরামর্শক রায়ান লায়াল কুক

রায়ান লায়াল কুককে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছে। যেখানে ১৩ জুলাই থেকে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই টাইগারদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

কুক বর্তমানে কেপ টাউনে গ্যারি কারেস্টেন একাডেমিতে হেড কোচ ও হাই পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন। তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের সহকারী কোচ হিসেবেও কাজ করেন।

এছাড়া কুকের দক্ষিণ আফ্রিকান বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।