ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের টেস্ট অনীহায় আকরামের বিস্ময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
সাকিবের টেস্ট অনীহায় আকরামের বিস্ময় আকরাম খান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটের প্রতি অনীহার খবর শুনে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। পাশাপাশি বিষয়টি তাকে যারপরনাই মর্মাহত করেছে।

‘এটা কি সে বলেছে নাকি! শুনে আমার খুবই খারাপ লাগছে। কিন্তু এমন হওয়া উচি‍ৎ না।

’ শনিবার (২১ জুলাই) বাংলাদেশ ক্রিকেটের মিডিয়া লাউঞ্জে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শুধু সাকিব আল হসানই নন, আরও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারসহ তরুণ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও নাকি টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নন! বৃস্পতিবার (২০ জুলাই) সংবাদ মাধ্যমকে এমন চমকপ্রদ তথ্য দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছিলেন, ‘আমাদের দেশে এখন দেখছি বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে যারা টেস্ট খেলতে চায় না। যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। তবে বলে না যে খেলবো না কিন্তু এড়িয়ে যেতে চায়। অনেকেই টেস্ট খেলতে চায় না। কারণ টেস্টটা তো অনেক কঠিন। ’

সম্প্রতি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তো মাত্র ৪৩ রানে অল আউট হয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের বাজে রেকর্ড গড়ে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।