ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়েই জিততে হবে দ.আফ্রিকাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
রেকর্ড গড়েই জিততে হবে দ.আফ্রিকাকে পাহাড়সম রানের টার্গেট ফাফ ডু প্লেসিসদের মাথার ওপর-ছবি: সংগৃহীত

কলম্বো টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকার হাতে প্রায় আড়াই দিন রয়েছে। তবে টার্গেটটা পাহাড়সম। শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান করলে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৪৯০ রান। যেটি পার করতে হলে তাদের বিশ্ব রেকর্ডই গড়তে হবে।

২০০২-০৩ ক্রিকেট মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডটি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের দখলে।

স্বাগতিক লঙ্কানরা তৃতীয় দিন ১৫১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শুরু করে।

তবে আগের দিনের হাফসেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে ৮৫ রানে ফেরেন লুনগি এনগিদির বলে। দারুণ খেলতে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউজও ৭১ রান করে মাঠ ছাড়েন। তার উইকেটটি নিয়ে এই টেস্টে মোট ১২টি উইকেট দখল করলেন প্রোটিয়া স্পিনার কেশব মাহারাজ।

সিরিজের দ্বিতীয় টেস্টে এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়। তবে জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৪ রানে গুটিয়ে গিয়েছিল দ.আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।