ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টেস্ট সিরিজে ধবল ধোলাই হওয়ার পর ওয়ানডে দিয়ে জয়ের দেখা পাওয়ার প্রত্যাশা করছে মাশরাফিবাহিনী।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার (২২ জুলাই) টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ আজ ওপেনার লিটন দাসকে ছাড়াই একাদশ সাজিয়েছে। তার বদলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। জায়গা পেয়েছেন স্পিনার মোসাদ্দেক হোসেন ও মেহেদি হাসান মিরাজ।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে দীর্ঘ বিরতি শেষে ফিরেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। টেস্ট দলে না থাকা ক্রিস গেইলও আজ একাদশে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন , মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, শিমরন হ্যাটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমএইচএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।