ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শূন্য রানে ফিরলেন বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
শূন্য রানে ফিরলেন বিজয় এনামুল হক বিজয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করতে সক্ষম হওয়ার পরের ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার (২২ জুলাই) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের বলে নার্সের হাতে সহজ এক ক্যাচ তোলে দিয়ে বিদায় নিয়েছেন ওপেনার এনামুল হক বিজয় (০)। বিজয়ের বিদায়ের পর ক্রিজে নেমে ১১ বলে ৭ রান করে অপরাজিত আছেন সাকিব আল হাসান। ওপেনার তামিম ইকবাল ১৪ বলে ২ রানে অপরাজিত। ৪.৪ ওভার শেষে বাংলাদেশের রান ১০/১।

বাংলাদেশ সময় ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।