ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সৈয়দপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
সৈয়দপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ জুলাই) দুপুরে সৈয়দপুর স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। সৈয়দপুর ক্রিকেট অ্যাকাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোটর মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক ও বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী এবং ইয়াং স্টার ক্লাবের সভাপতি ওয়াহিদ মুরাদ।

নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে স্থানীয় ২০টি ক্রিকেট দল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।