ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির বাগড়ায় আপাতত বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
বৃষ্টির বাগড়ায় আপাতত বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বৃষ্টির বাগড়ায় আপাতত বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ম্যাচের পঞ্চম ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ঠিক তখনই নেমে এলো বৃষ্টি। ফলে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ।

রোববার (২২ জুলাই) প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।

ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের বলে নার্সের হাতে সহজ এক ক্যাচ তোলে দিয়ে বিদায় নিয়েছেন ওপেনার এনামুল হক বিজয় (০)। বিজয়ের বিদায়ের পর ক্রিজে নেমে ১১ বলে ৭ রান করে অপরাজিত আছেন সাকিব আল হাসান। ওপেনার তামিম ইকবাল ১৪ বলে ২ রানে অপরাজিত। ৪.৪ ওভার শেষে বাংলাদেশের রান ১০/১।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।