ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-তামিমের ফিফটিতে বাংলাদেশের ১০০ পার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
সাকিব-তামিমের ফিফটিতে বাংলাদেশের ১০০ পার তামিম ইকবাল

ঢাকা: শুরুতেই বিজয়ের উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খেলেও সাকিব-তামিম জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের স্কোর। সাকিব-তামিম দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক। এক উইকেটের খরচায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দলীয় ১০০ রান পার  করেছে সফরকারী বাংলাদেশ। এই রান সংগ্রহে মাশরাফি বাহিনীকে খেলতে হয়েছে ২৫.৩ ওভার।

দিনের একমাত্র উইকেটের পতন হয়েছে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে। অধিনায়ক জেসন হোল্ডারের বল পুশ করতে গিয়ে স্লিপে নার্সের হাতে তুলে দিয়ে রানের খাতা না খুলেই ফিরে গেছেন ওপেনার আনামুল হক বিজয়।


 
এদিকে দ্বিতীয় উইকেটে কিছুটা ধীর গতির ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন টাইগারদের দুই সিনিয়র তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
 
সাকিব ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম ফিফটির দেখা পেয়েছেন ৬৮টি বল খেলে ২৬.৬ তম ওভারে।  আর তামিম ইকবাল ৪২তম হাফ সেঞ্চুরি করেছেন তার এক ওভার আগেই ৮৯ বল খেলে।
 
এর আগে রোববার (২২ জুলাই) গায়ানায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।