ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-রুবেলের আঘাত, ওয়েস্ট ইন্ডিজ ৭৭/২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
মাশরাফি-রুবেলের আঘাত, ওয়েস্ট ইন্ডিজ ৭৭/২ উইকেটের পর উল্লাস/ফাইল ছবি

ঢাকা: সফরকারী বাংলাদেশের দেয়া ২৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪১ রান তুলতে হারিয়েছে ২ উইকেট। উইকেট দু'টি নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন।

রোববার (২২ জুলাই) গায়নায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস। দু'জনের বোঝাপড়ায় সিঙ্গেলস, ডাবলস ও বাউন্ডারিতে বড় জুটি গড়ার দিকে এগিয়ে যাচ্ছিল জ্যাসন হোল্ডারদের ইনিংস।

কিন্তু হঠাৎই খেই হারালেন লুইস।

নবম ওভারে মাশরাফির ৪র্থ বলটি মিড অফে উঠিয়ে দিলে সেখান থেকে তা মাহমুদউল্লাহ রিয়াদ তালুবন্দি করলে ১৭ রানে ফিরে যান এই ওপেনার। দ্বিতীয় উইকেটের শিকারি রুবেল হোসেন। নিজের প্রথম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শেই হোপকে (৬ রান)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে শেষে ২ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৭৭ রান। ৩২ রানে উইকেটে আছেন ক্রিসে গেইল ও ১১ রানে শিমরন হেটমায়ার।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।