ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সন্ধ্যায় যাচ্ছেন সৌম্য-আরিফুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
সন্ধ্যায় যাচ্ছেন সৌম্য-আরিফুল দুই টাইগার সদস্য সৌম্য সরকার ও আরিফুল হক

ঢাকা: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে অংশ নিতে মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দুই টাইগার সদস্য সৌম্য সরকার ও আরিফুল হক।

আর ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত এক সূত্র থেকে মঙ্গলবার বিষয়টি বাংলানিউজ জানতে পেরেছে।

সূত্রটির দেয়া তথ্যমতে, 'টি-টোয়েন্টি খেলতে সৌম্য সরকার ও আরিফুল হক আজ সন্ধ্যায় যাচ্ছে। আর ওয়ানডে শেষে মাশরাফি, বিজয় ও নাজমুল হোসেন শান্ত দেশে ফিরবে। '

আগামী ৩১ জুলাই ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মোকাবেলা করবে স্বাগতিক ও সফরকারী দুই দল।

দ্বিতীয়টি ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে। ৫ আগস্ট একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।