ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিক্সিংয়ের অভিযোগে মর্মাহত ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
ফিক্সিংয়ের অভিযোগে মর্মাহত ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল-ছবি: সংগৃহীত

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তাও দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফেরার পর ভারতের মাটিতে। নিজের টেস্ট ক্যারিয়ারের নবউত্থান হয়েছে যে ম্যাচে সেই ম্যাচ নিয়েই ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় মর্মাহত অজি হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

২০১৭ সালে ভারতের রাঁচিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটি নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে আল জাজিরার স্টিং অপারেশন নিয়ে বানানো একটি তথ্যচিত্রে। ম্যাচটি নাকি পাতানো ছিল।

ওই তথ্যচিত্রে দাবি করা হয়, ম্যাচটির একটি নির্দিষ্ট সময়ে জুয়াড়িদের বেঁধে দেওয়া গতিতে রান তুলেছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যানরা।
 
অভিযোগের তীর থেকে রক্ষা পাননি ম্যাক্সওয়েলেও। যদিও তার নাম উল্লেখ করা হয়নি। তবু আল জাজিরার প্রকাশিত ফুটেজে তার উপস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। অনিল মুনাওয়ার নামে এক ভারতীয় নাগরিক স্পট ফিক্সিংয়ে জড়িত দুইজন অজি ক্রিকেটারের নাম উল্লেখ করেন। যদিও সম্পাদনায় তা ছেঁটে ফেলা হয়। কিন্তু ফুটেজে যে সময় আর যেসব সরঞ্জাম দেখা গেছে তাতে দুই খেলোয়াড়ের একজন যে ম্যাক্সওয়েল তা অনেকটাই নিশ্চিত।
 
তবে এমন অভিযোগ নিয়ে এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমি কিছুটা মর্মাহতও। এমন এক ম্যাচকে ঘিরে আমার বিরুদ্ধে এমন এক অভিযোগ উঠেছে যেখানে আমার কেবল সুখস্মৃতি আছে। সেই অনুভুতির কথা আমার এখনও মনে আছে, যখন প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার পর আমি স্টিভেন স্মিথকে জড়িয়ে ধরেছিলাম।
 
‘এই অভিযোগে ওই সুখস্মৃতির অনুভূতি নষ্ট করা ছিল ভয়ঙ্কর। এসব অভিযোগ মোটেই সত্য নয়। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এভাবে কলঙ্কিত করা ছিল খুবই নিষ্ঠুর!’
 
আল জাজিরায় প্রকাশিত ফুটেজটি ক্রিকেটবিশ্বে ঝড় তোলে। পরে আইসিসি তদন্তের স্বার্থে আল জাজিরার কাছে সব প্রমাণাদি চায়। কিন্তু চ্যানেলটি তা দেয়নি বলেই জানা গেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে, কোন অস্ট্রেলীয় ক্রিকেটার এতে জড়িত নয়। ফলে এখনও কোন তদন্তের মুখোমুখি হতে হয়নি ম্যাক্সওয়েলকে।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।