ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাই‌গ্রেস‌দের টেস্ট মর্যাদার জন্য আবেদন করবে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
টাই‌গ্রেস‌দের টেস্ট মর্যাদার জন্য আবেদন করবে বিসিবি বাংলাদেশ নারী ক্রি‌কেট দল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ নারী ক্রি‌কেট দলের টেস্ট মর্যাদার জন্য আগামী দু'এক বছরের ম‌ধ্যেই আইসিসি বরাবর আবেদন করবে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবি)। তবে সেটা শর্ত সাপেক্ষে। জাহানারা-রুমানারা যদি তাদের বর্তমান সাফ‌ল্যের ধারা আগামীতেও অব্যাহত রাখতে পারেন।

২৫ জুলাই সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন।

সুজন বলেন, 'নারী ক্রি‌কেট দলের টেস্ট মর্যাদার বিষয়টি আমরা ফোকাস করবো।

সেক্ষে‌ত্রে সবার আগে তাদের শারিরীক সক্ষমতার ওপরে জোর দিতে হবে। আর এই বিষয়টি মাথায় রেখে আমরা কোচিং স্টাফ নিয়োগের কথা ভাবছি। '

অবশ্য এরই  ম‌ধ্যে লাল সবুজের নারী ক্রি‌কেট দলের জন্য হেড কোচ, সহকারি কোচ ও ফিজিও নিয়োগ দিয়েছে বাংলাদেশ  ক্রি‌কেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

নারী দলের ভবিষ্য‍ৎ উন্নয়নে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপও গ্রহন করা হয়েছে বলে জানান বিসিবি সিইও।

বলা বাহুল্য দক্ষিণ আ‌ফ্রিকা সিরিজে বিব্রতকর এক একটি হারে হোয়াইটওয়াশের পরপরই সালমা, রুমানাদের হেড কোচ হিসেবে ভারতীয় জেনি জেইন এবং তার সহকারি হিসেবে দেবিকা পালশিখাকে নিয়োগ দেয় বিসিবি।

তাদের দেখিয়ে দেয়া পথ অনুসরণ করেই প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন, আয়ারল্যান্ড সফরে গিয়ে সিরিজ জয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়নের মুকুট জিতে দেশে ফেরে লাল সবুজের দাপুটে নারী ক্রি‌কেটাররা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।