ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিজের আগের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। 

টেস্ট সিরিজে পরাজয়ের পর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফর্মে ফিরেছে টাইগাররা। একইসাথে আজই সিরিজ নিজেদের করে নিতে জয়ের জন্যই মাঠে নেমেছে বাংলাদেশ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার (২৫ জুলাই) টসে জিতে ফিল্ডং বেছে নেন মাশরাফি। এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় গায়ানার প্রোভিডেন্ট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা।

প্রভিডেন্স স্টেডিয়াম অবশ্য বাংলাদেশের জন্য সবসময়ই সুখবর বয়ে আনে। কারণ এখানে খেলা দুটি ম্যাচেই যে জয়ের মুখ দেখেছে টাইগাররা। তাই বলাই যা যে, ফুরফুরে মেজাজেই রাতে ক্যারিবীয়দের মোকাবেলা করবে মাশরাফির দল।

ক্যারিবিয়দের হয়ে ওপেনিং করছেন ক্রিস গেইল এবং এভিন লুইস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ তিন ওভারে ১০ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন , মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, শিমরন হ্যাটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।