ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

১০০ পেরিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
১০০ পেরিয়ে বাংলাদেশ ১০০ পেরিয়ে বাংলাদেশ

ঢাকা: ২৭২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ লড়ছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। মাত্র ১৫ ওভারেই তারা পেরিয়েছে শতকের গণ্ডি। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাড়ায় ১০১ রানে।

শুরুতে দুই ওপেনার তামিম ও এনামুল বেশ সতর্কভাবে ব্যাট করেন। কিন্তু দলীয় ৩৬ রানের মাথায় এনামুল হক ৯ বলে ২৩ রান করে ম্যাচের ৩য় ওভারে বোল্ড হন আলজারি জোসেফের বলে।

এরপর ব্যাটে আসেন সাকিব আল হাসান। সে জুটিই টাইগারদের এগিয়ে নেয় ১০০ রানের গন্ডি পেরিয়ে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার (২৫ জুলাই) টসে জিতে ফিল্ডং বেছে নেন মাশরাফি। এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় গায়ানার প্রোভিডেন্ট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা।

খেলায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে টাইগারদের বিপক্ষে সংগ্রহ করে ২৭১ রান। আর তার পেছনেই ছুটতে শুরু করেছে টাইগার টিম।

টেস্ট সিরিজে পরাজয়ের পর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফর্মে ফিরেছে বাংলাদেশ টিম। একইসঙ্গে আজই সিরিজ নিজেদের করে নিতে জয়ের জন্য বেশ ফুরফুরে মেজাজেই ক্যারিবীয়দের মোকাবেলা করছে মাশরাফির দল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫ ওভারে ১০০ রান। এরমধ্যে তামিম (৪১) ও সাকিব (৩৫) গড়েন ৭০ রানের জুটি।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।