ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ গড়ালো শেষ ওভারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
ম্যাচ গড়ালো শেষ ওভারে এগিয়ে আছে বাংলাদেশ

ঢাকা: এনামুল হক, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে হারিয়েও ম্যাচে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ। বলা যায় এক প্রকার জয়েরই সুবাশ পাচ্ছে তারা। ৪৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের সংগ্রহ দাড়ায় ২৩৩ রান।

এর আগে ২৭২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ লড়তে থাকে বাংলাদেশি ব্যাটসম্যানরা। মাত্র ১৫ ওভারেই তারা পেরিয়েছে শতকের গণ্ডি।

১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাড়ায় ১০১ রানে।

শুরুতে দুই ওপেনার তামিম ও এনামুল বেশ সতর্কভাবে ব্যাট করেন। কিন্তু দলীয় ৩৬ রানের মাথায় এনামুল হক ৯ বলে ২৩ রান করে ম্যাচের ৩য় ওভারে বোল্ড হন আলজারি জোসেফের বলে। এরপর ব্যাটে আসেন সাকিব আল হাসান। সে জুটিই টাইগারদের এগিয়ে নেয় ১০০ রানের গন্ডি পেরেতো।

কিন্তু অর্ধশত করার পর ভেঙে যায় সে জুটিও। ৮৫ বলে ৫৪ রান করে বোল্ড আউট হন তামিম ইকবাল। আর সাকিব আল হাসান ক্যাচ আউট হন ব্যাক্তিগত ৫৬ রানে। এরপর ম্যাচের হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৫ ওভারে ২৩৩ রান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার (২৫ জুলাই) টসে জিতে ফিল্ডং বেছে নেন মাশরাফি। এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় গায়ানার প্রোভিডেন্ট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা।

খেলায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে টাইগারদের বিপক্ষে সংগ্রহ করে ২৭১ রান। আর তার পেছনেই ছুটতে শুরু করেছে টাইগার টিম।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।