ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হাজার টেস্টের মাইলফলক ছুঁতে যাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
হাজার টেস্টের মাইলফলক ছুঁতে যাচ্ছে ইংল্যান্ড ১’হাজার টেস্টের মাইলফলক ছুঁতে যাচ্ছে ইংল্যান্ড-ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে অনন্য এক রেকর্ডের মালিক হতে যাচ্ছে ইংল্যান্ড। প্রথম কোনো জাতি হিসেবে সাদা পোশাকে ১ হাজার টেস্টের মাইলফলক ছুঁতে যাচ্ছে ক্রিকেটের জনকরা। আগামী ১ অগস্ট থেকে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার এজবাস্টনে শুরু হতে চলা পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচই ইংলিশরা গড়তে চলেছে ইতিহাস।

ইংল্যান্ড এখন পর্যন্ত ৯৯৯টি টেস্ট খেলেছে। ৮১২ টেস্ট খেলে তাদের পরেই রয়েছে অস্ট্রেলিয়া।

তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫২২ টেস্ট। ভারত ৫২২ টেস্ট খেলে রয়েছে চতুর্থতে। ৪৭৪টি টেস্ট খেলে পাঁচে শ্রীলঙ্কা।  দক্ষিণ আফ্রিকা ৪২৭টি টেস্ট খেলে ছয়ে। এক টেস্ট কম খেলে সাতে নিউজিল্যান্ড। ৪১৫ টেস্ট খেলা পাকিস্তানের অবস্থান আট। বাংলাদেশ ১০৮ টেস্ট খেলে নয়ে রয়েছে। আর ১০৫ টেস্ট খেলা জিম্বাবুয়ের অবস্থান ১০। এছাড়া সদ্যই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড ১টি করে টেস্ট খেলেছে। আইসিসি বিশ্ব একাদশ নামে একটি দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১টি টেস্ট খেলেছে।

ইংল্যান্ডের টেস্টে যাত্রা শুরু হয় ১৮৭৭ সালে। সেটি অবশ্য ছিল ক্রিকেট ইতিহাসেরই প্রথম টেস্ট। মেলবোর্ন ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জেমস লিলিহোয়াইট (জুনিয়র)। এখন পর্যন্ত খেলা ৯৯৯ টেস্টের মধ্যে ৩৫৭টিতে জিতেছে ইংল্যান্ড। হেরেছে ২৯৭টিতে। ড্র হয়েছে ৩৪৫ টেস্ট। ইংল্যান্ডের জেতার শতকরা হার ৩৫.৭৩।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।