ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবিয়ান লিগে কেন খেলবেন না সাকিব?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
ক্যারিবিয়ান লিগে কেন খেলবেন না সাকিব? সাকিব আল হাসান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবাররে আসর খেলবেন না সাকিব আল হাসান। এরই মধ্যে তার পরিবর্তে বার্বাডোজ ট্রিডেন্টসে নাম অন্তর্ভুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। কিন্তু কেন সিপিএল খেলবেন না সাকিব তা নিয়ে উঠেছে প্রশ্ন!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া খেলোয়াড়রা বছরে দুটির বেশি লিগে অংশ নিতে পারেন না। সে হিসেবে এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ফেলেছেন সাকিব।

আরেকটি লিগের ক্ষেত্রে তাই বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে তাকে। সিপিএল ছাড়াও পিএসএল ও বিগ ব্যাশে খেলতে দেখা যায় এই অলরাউন্ডারকে। পিএসএলও এরই মধ্যে শেষ। বাকি আছে শুধু বিগ ব্যাশ।

তবে ঘনিষ্ট একটি সূত্র থেকে বাংলানিউজ২৪ জানতে পেরেছে, চলতি বছরের পবিত্র হজে অংশ নেবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। তাই সিপিএলে অংশ নিচ্ছেন না তিনি। তবে তিনি একাই যাবেন নাকি তার পরিবারের সদস্যরাও যাবেন তা জানা যায়নি। হজের সময়ে বাংলাদেশের কোনো খেলা না থাকায় বাড়তি চাপও নেই সাকিবের জন্য।

ওয়েস্ট ইন্ডিজে সাকিবের নেতৃত্বে দুই টেস্টই লজ্জাজনক হার পেয়েছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের ওয়ানডের সিরিজের মাশরাফির নেতৃত্বে এক ম্যাচ জিতে ও এক ম্যাচ হেরে সিরিজ সমতায় আছে টাইগাররা। দুই ম্যাচেই রান এসেছে সাকিবের ব্যাটে।

ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ শেষ করে সাকিবের নেতৃত্বে ৩১ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এর মধ্যে ৩১ জুলাইয়ের ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হলেও বাকি দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

ফ্লোডিয়ায় সিরিজ শেষ করেই দেশে ফিরবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। দেশে ফিরেই আবার বিমান ধরবেন সৌদি আরবের। উদ্দেশ্য পবিত্র হজের।

গেল বছরের ডিসেম্বরে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছিলেন ৩১ বছর বয়সী সাকিব।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএল/এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।