ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলিদের এশিয়া কাপ বয়কটের পরামর্শ শেবাগের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
কোহলিদের এশিয়া কাপ বয়কটের পরামর্শ শেবাগের বিরাট কোহলি ও শেবাগ-ছবি: সংগৃহীত

সূচি নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রেক্ষিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে এশিয়া কাপ বয়কটের পরামর্শ দিলেন তারই স্বদেশী সাবেক ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগ।

এশিয়া কাপের সূচি অনুযায়ী পর পর দু’দিন খেলা পড়েছে ভারতের। এর মধ্যে দ্বিতীয় দিন আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ।

১৮ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে পৌঁছানো দলের সঙ্গে ম্যাচ। আবার ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে মাঠের লড়াইয়ে নামতে হবে কোহলিদের।

দুবাইয়ের প্রচণ্ড গরমে টানা দু’দিন দুই ম্যাচ খেলা কোহলিদের জন্য কঠিন এক পরিস্থিতির তৈরি করবে। তাই কোহলিদের এশিয়া কাপ থেকেই সরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে বসলেন শেবাগ।

একটা ম্যাচ শেষে যে স্বাভাবিক বিরতি থাকার কথা পর পর দু’দিন ম্যাচ খেললে তা সম্ভব হবেনা জানিয়ে শেবাগ বলেন, ‘এমন অদ্ভুত এক সূচি দেখে আমি সত্যি অবাক। আয়োজকরা সূচি নির্ধারণের আগে বিষয়টা হয়তো বিবেচনা করেননি। এই যুগে কোন দল পর পর ম্যাচ খেলে? যেখানে ইংল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচের মাঝে দু’দিন বিরতি থাকে, সেখানে দুবাইয়ের প্রচণ্ড গরমে টানা দু’দিন ওয়ানডে ম্যাচ খেলা কি সম্ভব?’

শেবাগের মতে, এমন টানা পরিশ্রম খেলোয়াড়দের ফিটনেসে প্রভাব ফেলবে। ‘একজন ক্রিকেটারকে ব্যাটিং ও ফিল্ডিং মিলিয়ে অন্তত সাড়ে পাঁচ ঘণ্টা মাঠে কাটাতে হয়। তারপর পর্যাপ্ত বিশ্রাম না পেলে তার ফিটনেসে প্রভাব পড়বে। ’

এরপরই তিনি সূচি পরিবর্তিত না হলে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ বয়কটের পরামর্শ দেন। ‘এশিয়া কাপ নিয়ে এত উতলা হওয়ার কিছু হয়নি। আমি কোহলিকে বলব, এশিয়া কাপ খেলার কোনো দরকার নেই। ’

চলতি বছরের ১৫ সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে এবারের এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই আসরে সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। আর বাছাইপর্বে লড়াই করবে হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্ব পেরোনো একটি দল অংশ নেবে মূল পর্বে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।