ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিরাট-আনুশকার এক মাসের বিচ্ছেদ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
বিরাট-আনুশকার এক মাসের বিচ্ছেদ! বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় ও ওয়ানডে সিরিজে হার নিয়ে শেষ করার পর ভারতের সামনে এবার টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে কিছুদিন ছুটিও পেয়েছে ভারতীয় ক্রিকেটাররা। 

ছুটিতে স্ত্রীদের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি-শেখর ধাওয়ানরা। তবে এবার তাদের বিচ্ছেদের পালা।

তাও প্রায় এক মাসের জন্য।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাঁচ টেস্ট সিরিজের প্রথম তিন টেস্টে পরিবার সঙ্গে থাকতে পারবে না ভারতীয় ক্রিকেটারদের। প্রথম তিন টেস্টের স্কোয়াড ঘোষণার পাশাপাশি এ কথাও ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

মূলত পুরোপুরি মাঠে মন দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। অন্তত এক মাস স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে কোহলিদের।

টিম ইন্ডিয়ার এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘‌ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে। এক আগস্ট থেকে টেস্ট সিরিজ শুরু হবে। বুধবার থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ। এখন স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে দূরত্ব বজায় রাখা দরকার। ’

সিরিজের ফলাফল যাই হোক, পরিবারের দিকে যেন কোনো মতেই আঙুল না ওঠে সেটা ভেবেই ক্রিকেটাররাও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কারণ অতীতে একাধিকবার ভারতীয় ক্রিকেটাররা এমন পরিস্থিতিতে পড়েছেন। তাদের ব্যর্থতায় কথা শুনতে হয়েছে তাদের স্ত্রী-বান্ধবীদের।

এদের মধ্যে সবচেয়ে বেশি কথা শুনেছেন অধিনায়ক কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। মাঠে কোহলির ব্যর্থতায় কথা শুনতে হয়েছে গ্যালারিতে বসা আনুশকাকে। শুধু জাতীয় দলই নয় আইপিএলের ব্যর্থতার দায়ও দেওয়া হয়েছে আনুশকার কাঁধেই।

তাই এক মাসের এই বিচ্ছেদে সবার আগে সায় দিয়েছেন অধিনায়কই। টিম ম্যানেজমেন্টের কাছে ই-মেইলের মাধ্যমে তাদের সিদ্ধান্তের জন্য ধন্যবাদও দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।