ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দুঃসংবাদ আন্দ্রে রাসেল। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে বাংলাদেশের জয় ও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আছে সমতায়। সেইন্ট কিটসের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দলই থাকবে পূর্ণ সতর্ক। তবে শেষ ম্যাচের আগে স্বাগতিকদের শিবিরে এসেছে দুঃসংবাদ।

শনিবার (২৮ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।  সেন্ট কিটসের ব্যাটিং উইকেটের ম্যাচে উইন্ডিজ দলে থাকবেন না অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

হঠাৎ করেই হাঁটুর পুরনো ব্যথা বেড়েছে তার।  তাই তাকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে হবে স্বাগতিকদের।

এর আগেও এই হাঁটুর ইনজুরির জন্য সার্জনের ছুরির নিচে যেতে হয়েছে রাসেলকে।  পুরনো সেই ব্যথাই আবার মাথাচাড়া দিয়ে ওঠায় তাকে শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

রাসেলের পরিবর্তে শেষ ম্যাচের জন্য উইন্ডিজ স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে ডানহাতি পেসার শেলডন কটরেলকে।  তবে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮

এমকেএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।