ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইল-লুইসকে হারিয়ে বিপাকে উইন্ডিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
গেইল-লুইসকে হারিয়ে বিপাকে উইন্ডিজ গেইলকে হারিয়ে বিপাকে উইন্ডিজ

ঢাকা: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ৩০২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইসকে হারিয়ে বিপাকে পড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস।

টাইগারদের হয়ে উইকেট দুটি শিকার করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন।

বাংলাদেশের বোলিং ইনিংসের ১১তম ওভারে মাশরাফির একেবারে প্রথম ডেলিভারিটি ব্যাকফুটে খেলতে গিয়ে ব্যক্তিগত ১৩ রানে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন ওপেনার এভিন লুইস।

***আরও পড়ুন>>> ৩০২ রানের বিশাল টার্গেট দিয়ে থামলো বাংলাদেশ

আর  গেইলকে ২২তম ওভারের ৫ম বলে ব্যক্তিগত ৭৩ রানে মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত করেন রুবেল হোসেন। এই রান সংগ্রহে তিনি খেলেছেন ৬৬টি বল। যেখানে চারের ছিল ৬টি ও ছয়ের মার ছিল ৫টি।

এর আগে শনিবার (২৮ জুলাই) সেইন্ট কিটসে টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ১০৩, মাহমুদউল্লাহ রিয়াদের ৪৯ বলে ৬৭ ও মাশরাফির ২৫ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৩০১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ২৭ ওভার শেষে ১২৯ রান।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এইচএল/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।