ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ধৈর্যের পরীক্ষা দিয়েই সেরা হয়েছেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
ধৈর্যের পরীক্ষা দিয়েই সেরা হয়েছেন তামিম ধৈর্যের পরীক্ষা দিয়েই সেরা হয়েছেন তামিম-ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে দীর্ঘ নয় বছর পর বিদেশ সফরে সিরিজ নিশ্চিত করলো টাইগাররা। ক্যারিবীয় মাটিতে দলের জয়ে সিংহভাগ অবদানই ওপেনার তামিম ইকবালের। কিন্তু এই অঞ্চলের ভয়ংকর পিচে কিভাবে দারুণ ব্যাটিং করলেন তিনি?

তিন ম্যাচ সিরিজে দুটি সেঞ্চুরি ও একটিতে হাফসেঞ্চুরিসহ ১৪৩.৫০ গড়ে তামিম করেছেন ২৮৭ রান। শেষ খেলায় ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন তিনি।

আর ব্যাটিংয়ে এমন ধারাবাহিকতার পেছনে ধৈর্য পরীক্ষায় পাশ করাকেই মূল্যায়ন করছেন এই বাঁহাতি।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘টেস্ট সিরিজটা আমাদের ভালো যায়নি, ফলে আমাদের প্রচুর অনুশীলন করতে হয়েছিল। তবে এই ফরম্যাটে (ওয়ানডে) আমরা ভালো খেলে থাকি। যেখানে আমি চেয়েছিলাম দীর্ঘ সময় ব্যাট করতে, আমার সতীর্থরাও আমাকে লম্বা সময় ব্যাট করতে বলেছিল, তাই আমি সফলতার মুখ দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কখনোই সহজ না, তবে তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যটাই ছিল আমার মূল শক্তি এবং এর জন্যই আমি রান করতে সক্ষম হই। ’

সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৩০, দ্বিতীয় ম্যাচে ৫৪ ও শেষ ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে ১০৩ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এর চেয়ে বেশি রান করার রেকর্ড নেই আর কারো।

এই রেকর্ড নিজের করে নেয়ার পথে তামিম প্রথমত ভেঙেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও কোচ ড্যারেন লেম্যানের ২০৫ রানের রেকর্ডটি। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান এর আগে এটিই ছিল।

পরে তো সব মিলিয়ে রেকর্ডটি নিজের আয়ত্তে নিয়ে আসেন বাঁহাতি ওপেনার তামিম। তিনি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচে সর্বোচ্চ রান করা দিনেশ রামদিনের রেকর্ডও। যেখানে ক্যারিবীয়ান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষেই তিন ম্যাচের সিরিজে ক্যারিয়ার সর্বোচ্চ ২৭৭ রান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।