ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাবাদা-শামসি তোপে দক্ষিণ আফ্রিকার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
রাবাদা-শামসি তোপে দক্ষিণ আফ্রিকার জয় দক্ষিণ আফ্রিকার জয়। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা জয় দিয়েই করলো দক্ষিণ আফ্রিকা। বলা যায় শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছেন ফাস্ট বোলার কাগিসো রাবাদা ও সইনার তাবরাইজ শামসি। অসহায় শ্রীলঙ্কার বিপক্ষে সফরকারীরা জিতেছে পাঁচ উইকেটে।   

রাবাদা ও শামসির দারুণ বোলিংয়ের সামনে মাত্র ৩৪.৩ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৯ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফাফ ডু প্লেসিসের দল।

রোববার রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে শুরুটা মোটেই ভালো করতে পারেনি শ্রীলঙ্কার। নবম ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। দলের স্কোর তখন মাত্র ৩৬ রান। রাবাদা একাই ফিরিয়ে দেন নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস ও শেহান জয়াসুরিয়াকে। লুঙ্গি এনগিডির শিকার হন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। এটি ছিলো অধিনায়ক হিসেবে নিজের শততম ওয়ানডে।

কুশল পেরেরা ও থিসারা পেরেরা কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ঠিকতে পারেননি বেশি সময়। দ্রুত রান তুলতে থাকলেও চায়নাম্যান শামসির বলে ভাঙে দুই পেরেরার ৯২ রানের জুটি। আউট হয়ে ফেরেন ৩০ বলে আট চারে ৪৯ রান করা থিসারা। এর পর ব্যাট হাতে কুসল পেরেরাকে খানিকটা সঙ্গ দেওয়া আকিলা দনাঞ্জয়াও শামসি বলেই ফেরেন।

দনাঞ্জয়ার পর ফেরেন কুসলও। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭২ বলে ১১ চার ও এক ছক্কায় করেন ৮১ রান। এরপর স্বাগতিকদের ইনিংস আর বেশি লম্বা হয়নি।     

শামসি ৩৩ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। এছাড়া রাবাদা ৪ উইকেট নেন ৪১ রানে।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও। পঞ্চম ওভারে পরপর দুই বলে হাশিম আমলা ও এইডেন মারক্রাম বিদায় নেন দনাঞ্জয়ার বলে। সেখান থেকে হাল ধরেন কুইন্টন ডি কক ও ডু প্লেসিস। তৃতীয় উইকেটে গড়েন ৮৬ রানের জুটি। দ্বিতীয় স্পেলে আবারও উইকেট নেন দনাঞ্জয়া। ফিরিয়ে দেন ৪৭ রান করা ডি কককে।

জেপি ডুমিনির অপরাজিত ৫৩ রান, ডেভিড মিলারের ১০ রান ও উইলিম মুল্ডারের অপরাজিত ১৪ রানেই দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় জয়। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাদের টানা নবম জয়।

আগামী বুধবার (১ আগস্ট) একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।