ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এ কান্না আজ সারা দেশের: রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এ কান্না আজ সারা দেশের: রুবেল হোসেন শোক প্রকাশ করেছেন রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা হাসপাতালের সামনে রোববার (২৯ জুলাই) বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়।  এ ঘটনায় পুরো দেশ শোক স্তব্দ হয়ে পড়ে। সাধারণ মানুষের পাশাপাশি শোক ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরও। পেসার রুবেল হোসেন নিহতের প্রতি শোক প্রকাশ করেছেন। 

রোববারের দুর্ঘটনায় নিহত হন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ছাত্রী খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজিব। একই ঘটনায় আহত হয় আরও বারোজন।

 

দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে রুবেল শোক প্রকাশ করেছেন।

পোস্টে রুবেল লেখেন, ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মার সন্তানকে, কারো আবার বাবা মাকে। মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে। এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের...।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট নিয়েছেন রুবেল। তবে শেষ ম্যাচে অসদাচরণের দায়ে তার নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।