ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিক্সিং করেছিলেন রানাতুঙ্গা-ডি সিলভা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
ফিক্সিং করেছিলেন রানাতুঙ্গা-ডি সিলভা! অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভা। ছবি: সংগৃহীত

এক কথায় তারা শ্রীলঙ্কা ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তাদের হাত ধরেই ১৯৯৬ সালে শ্রীলঙ্কার ঘরে এসেছিল ক্রিকেট বিশ্বকাপের শিরোপা। অথচ এই অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভাই নাকি করেছেন ম্যাচ ফিক্সিং! এমনটাই দাবি শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার।

সুমাথিপালার দাবি, এই দুই ক্রিকেটারই প্রথম শ্রীলঙ্কা ক্রিকেটে ফিক্সিং ঢুকিয়েছেন। স্থানীয় এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, রানাতুঙ্গা আর ডি সিলভা ‘গুপ্ত’ নামের এক জুয়াড়ির কাছ থেকে নগদ ১৫ হাজার ডলার ঘুষ নেন।

সে সময় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাঁদের বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত চালানো থেকে নিজেদের বিরত রাখে।

কবে বা কোন ম্যাচে তারা ফিক্সিং করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সুমাথিপালা।

মূলত সুমাথিপালার সঙ্গে সম্পর্কটা কখনোই ঠিক ছিল না রানাতুঙ্গার। শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্বে থাকাকালীন নানান বিষয়ে নানান সময় সুমাথিপালার সমালোচনা করেছেন সাবেক তারকা ব্যাটসম্যান রানাতুঙ্গা।

ফিক্সিংয়ের অভিযোগ পাল্টা অভিযোগের শুরুটা অবশ্য রানাতুঙ্গার পক্ষ থেকেই হয়েছে। কিছুদিন আগে বিশ্বকাপজয়ী লঙ্কান অধিনায়ক সুমাথিপালার পরিবারের একাধিক সদস্যের দিকে ম্যাচ গড়াপেটা থেকে বিপুল পরিমাণ অর্থ আয়ের অভিযোগের আঙুল তোলেন রানাতুঙ্গা।

বর্তমানে শ্রীলঙ্কার ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্বে থাকা রানাতুঙ্গার মতে, সুমাথিপালার দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কারণেই লঙ্কান ক্রিকেট মুখ থুবড়ে পড়েছে।

এত বড় অভিযোগ ওঠা স্বত্ত্বেও এখনও এ বিষয়ে কোনো কথা বলেননি রানাতুঙ্গা ও ডি সিলভা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।