ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে দিবা-রাত্রি টেস্টে বাংলাদেশের অনীহা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
নিউজিল্যান্ড সফরে দিবা-রাত্রি টেস্টে বাংলাদেশের অনীহা ছবি: সংগৃহীত

২০১৯ সালের শুরুর দিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরটির ব্যাপারে ইতোমধ্যে তাসমান অঞ্চলের দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যেখানে সিরিজে ৩টি টেস্ট ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

কিউই ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী বছর ফেব্রুয়রি-মার্চে সফরটি সম্পন্ন হবে। তবে তারা সিরিজে একটি টেস্ট দিবা-রাত্রির আয়োজন করতে চাইলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে নাকি তা থেকে সরে এসেছে।

বিসিবি জানিয়েছে ফ্লাড লাইটের নিচে খেলতে এখনও তারা প্রস্তুত না।

প্রস্তাবনা অনুযায়ী সব ঠিক থাকলে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ। ১৬ মার্চ তৃতীয় টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে। এর আগে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে তিনটি ওয়ানডে। সফরে অবশ্য কোনো টি-টোয়েন্টি রাখা হয়নি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।