ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উইন্ডিজের টার্গেট ১১ ওভারে ৯১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উইন্ডিজের টার্গেট ১১ ওভারে ৯১ বৃষ্টিতে বন্ধ আছে ম্যাচ। ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে কমানো হয়েছে ওভার, সেই সঙ্গে রানও। ফলে বাংলাদেশের  বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইউন্ডিজের টার্গেট দাঁড়ালো ১১ ওভারে ৯১ রান।

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে এর আগে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। বৃষ্টিতে কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে।

এর আগে ১৪৩ রান সংগ্রহে বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ করেছেন মাহমুদুউল্লাহ রিয়াদ। দলীয় ১২৫ রানে তিনি কেসরিক উইলিয়ামসের বলে বোল্ড হন।

২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

দলীয় ৪৩ রানে দারুণ খেলতে থাকা লিটন দাশ ও সাকিব আল হাসানকে পর পর দুই বলে ফেরান কিমো পল। ৬ ওভারের ২য় বলে লিটন ও পরের বলে সাকিব আউট হয়ে ফেরেন। লিটন ২১ বলে ৩টি চারে ২৪ ও সাকিব ১০ বলে ৪টি চারে ১৯ করেন।

ইনিংসের প্রথম ওভারেই তামিম ইকবাল ও সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। অ্যাশলে নার্সের প্রথম বলে দিনেশ রামদিনের কাছে স্টাম্পিং হন তামিম। পরে ৪র্থ বলে বোল্ড হন সৌম্য। দু'জনেই কোনো রান করতে পারেননি।

ইনিংসের ১১তম ওভারে দলীয় ১০০ রানের দেখা পায় বাংলাদেশ। টাইগারদের রান বাড়াতে সহায়তা করেন মাহমুদউল্লাহ। তবে আগের ওভারেই কেসরিক উইলিয়ামসের বলে ১১ বলে ১৫ করে ফেরেন মুশফিকুর রহিম।

আন্দ্রে রাসেলের বলে ১৫ রানে বোল্ড হন আরিফুল হক।  পরে মেহেদি হাসান ১১ ও নাজমুল ইসলাম ৭ রানে উইলিয়ামসের বলে মাঠ ছাড়েন।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সেইন্ট কিটসে মুখোমুখি হয় সফরকারী বাংলাদেশ ও স্বাগতিকরা। টসে হেরে ব্যাটিং পায় টাইগাররা।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।