ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অশ্বিন ঘূর্ণিতে তছনছ ইংলিশ শিবির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
অশ্বিন ঘূর্ণিতে তছনছ ইংলিশ শিবির অশ্বিন

ঢাকা: এজবাস্টনে বল হাতে স্বাগতিকদের বিপক্ষে ঘূর্ণি যাদু চালিয়ে একে একে চার ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়া করলেন রবীচন্দ্রন অশ্বিন। তাতে করে  প্রথম টেস্টের প্রথম ইনিংসেই শুকনো পাতার মতো ঝড়ে গেল স্বাগতিক ইংলিশ ব্যাটসম্যানরা।

২৮৫ রান তুলতেই হারিয়েছে ৯ উইকেট।
 
অশ্বিনের সাথে এদিন ইংলিশদের ধ্বংসের মিশনে অবদান রেখেছেন মোহম্মদ শামি (২টি), উমেশ যাদব (১) ও  ইশান্ত শর্মা (১)।

এর আগে বুধবার (১ আগস্ট) টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জো রুটের ৮০, জনি বেয়ারস্টোর ৭০ ও কিটন জেনিংসের ৪২ রানে প্রথম দিন শেষে ২৮৫ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড।
 
বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এইচএল/জেএইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।