ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত ‘এ’ দলের প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
বৃষ্টিতে পরিত্যক্ত ‘এ’ দলের প্রথম ম্যাচ 'এ' দলের প্রথম ম্যাচ পরিত্যক্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরের প্রথম আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচটি বৃষ্টি বাধায় পড়েছে। দুই পক্ষই মাঠে নামলেও জয় হয় বৃষ্টির। ফলে পরিত্যক্ত হয়ে যায় ডাবলিনের ম্যাচটি।

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে খেলতে বর্তমানে সেখানে আছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার ডাবলিনের ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের প্রথম ম্যাচটিই বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়ে যায়।

বৃষ্টি শুরু হওয়ার আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। মাঠে নামার আগেই শুরু হয় বৃষ্টি। লম্বা সময়ের এই বৃষ্টিতে শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচ ২৮ ওভারে চলে আসে।

বৃষ্টি থামতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড ‘এ’ দল। ইনিংসের ৫ ওভার শেষে আবারও শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি আর না থামায় পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রথম ওয়ানডে।

এই ৫ ওভারেই স্বাগতিকরা ৩৭ রানে হারায় এক উইকেট।

শুক্রবার একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দল দুটি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।