ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চোট নিয়ে দেশে ফিরছেন সোহান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
চোট নিয়ে দেশে ফিরছেন সোহান নুরুল হাসান সোহান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুচকিতে চোট পাওয়ায় সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে সফরকারী বাংলাদেশ 'এ' দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। বৃহস্পতিবার (৯ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আয়ারল্যান্ডে ‘এ’ দলের সঙ্গে যোগ দিয়েছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দু’জনেরই ১০ আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে খেলার কথা রয়েছে।

বুধবার (৮ আগস্ট) বাংলানিউজকে এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রি‌কেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

'আয়ারল্যান্ড থেকে কাল সোহান ফিরবে। ও কুচকিতে ব্যথা পেয়েছে। বাকি ১৬ জন থাকছে। সৌম্য, শান্ত আজ আয়ারল্যান্ড পৌঁছেছে। ওরা ১০ তারিখের ম্যাচটা খেলবে। '

উল্লেখ্য, স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি ৫ ম্যাচ সিরিজের তিন ওয়ানডেতে ১-১ এ সমতা বিরাজ করছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (৮ আগস্ট)। পঞ্চম ও শেষটি মাঠে গড়াবে আগামী ১০ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।